স্বচ্ছ নদীর নীল সবুজ পানি, বাংলাদেশের সবচাইতে সুন্দর নদী গুলোর একটি সারি নদী , এই নদীপথ ধরেই বাংলাদেশে ভারত সীমান্তের পাহাড় ঘেঁষা দারুন সুন্দর স্পট লালাখাল । লালাখাল যেতে জাফলং রোড ধরে সড়ক পথে ভ্রমন করতে হবে ৩৫ কিলোমিটার এবং ৭ কিলোমিটার পথ নদিতে ।
বাংলাদেশের কাশ্মির খ্যাত ভোলাগঞ্জ যা সাদাপাথর নামে জনপ্রিয় । ভারতের আকর্ষণীয় ট্যুর স্পট চেরাপুঞ্জির পাশে ধলাই নদীর কুল ঘেঁষেে এই স্পট। সিলেট থেকে কোম্পানিগঞ্জ এর রাস্তা ধরে ৩৮ কিলোমিটার সড়ক পথ এবং দুই কিলোমিটার নদী পথ ধরে এগিয়ে চলে যাবে সাদাপাথর জিরো পয়েন্টে
মেঘালয় পাহাড়ের ঠিক পাশে পিয়াইন নদীর জাফলং । এখান থেকে দেখা যায় পাহাড়ে মেঘের খেলা আর ভারতের ঝুলন্ত ডাউকি ব্রিজ, সিলেট থেকে তামাবিল / জাফলং রোড ধরে যেতে হবে প্রায় ৬০ কিলোমিটার
<
জলের উপর ভাসতে থাকা এক ভাসমান বন যেখানে আসলে হারিয়ে যাবেন প্রকৃতির একেবারে গভীরে । ফিল হবে দারুন এডভেঞ্চার আর সবুজের সমারোহে মন হারাবে নিশ্চিত । সিলেট থেকে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পার হয়ে এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সুন্দর চা বাগান সিলেটের মালনিছড়া চা বাগান । সিলেট এয়ারপোর্ট রোড ধরে মাত্র ৬ কিলোমিটার গেলেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এর ঠিক পাশেই এই চা বাগান
চা বাগানের ভেতর দিয়ে চলা রাস্তা আর গহিন বনের এক অপূর্ব সংমিশ্রন হচ্ছে খাদিম নগর জাতিয় উদ্যান , যেখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন চাইলে রয়েছে বেশ কিছু এডভেঞ্চার রাইড ও নিরিবিলি সময় কাটানোর পরিবেশ ।
<
বাংলাদেশের সবচাইতে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি টাংগুয়ার হাওড় , বিস্তীর্ণ জ্বলের মাঝে মাঝে গাছ আর পাহড়ের উঁকিঝুঁকি , স্বচ্ছ জ্বলে গা ভাসিয়ে দেখতে পাবেন নীল আকাশ আর দুরের পাহাড়ে মেঘের খেলা
লোভাছড়া মূলত একটি নদী।এখানে রয়েছে ভারতের একটি ঝুলন্ত ব্রিজ।পথে যেতে যেতে চোখে পড়বে ছোট-বড় পাহাড় টিলার সারি আর আরও দূরে তাকালে দেখতে পাবে ভারতের মেঘালয়ের মায়াবী পাহাড় হাতছানি দিয়ে ডাকছে।
সিলেটের সবচাইতে সুন্দর লেক, যা সুনামগঞ্জে অবস্থিত, মানুষ এর নাম দিয়েছে নিলাদ্রি । আসল নাম শহীদ সিরাজি লেক । ভারত সীমান্তের পাশেই নীল পানি আর ছোট ছোট টিলা নিয়ে এক খন্ড ইউরোপ । অবস্থান সুনামগঞ্জের টেকেরঘাটে ।