একনজরে দেখে নিন সিলেট থেকে ঢাকা ও চট্রগ্রাম রুটে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি ।
পারাবত এক্সপ্রেসঃ ঢাকা ছাড়বে- সকাল ৬ টা ৩০ সিলেট আসবে দুপুর ১ টায় ( শ্রিমংগল থাকবেঃ দুপুর ১১ঃ৩০ এ) ।
জয়েন্তিকা এক্সপ্রেসঃ ঢাকা ছাড়বে- দুপুর ১১ টা ১৫ সিলেট আসবে সন্ধ্যা ৭ টায় ( শ্রিমংগল থাকবেঃ সন্ধ্যা ০৫ঃ৪০ এ) ।
কালনি এক্সপ্রেসঃ ঢাকা ছাড়বে- দুপুর ০২ টা ৫৫ সিলেট আসবে সন্ধ্যা ০৯ঃ৩০ টায় ( শ্রিমংগল থাকবেঃ সন্ধ্যা ০৭ঃ১০ এ) ।
উপবন এক্সপ্রেসঃ ঢাকা ছাড়বে- রাত ১০ টায় সিলেট আসবে ভোর ০৫ঃ০০ টায় ( শ্রিমংগল থাকবেঃ রাত ০৩ঃ০০ এ) ।
পাহাড়ীকা এক্সপ্রেসঃ চট্রগ্রাম ছাড়বে সকাল ৭ টা ৫০ এ সিলেট আসবে ৪ঃ৩০ এ (শ্রিমংগল থাকবে দুপুর ২ঃ১০ এ) ।
উদয়ন এক্সপ্রেসঃ চট্রগ্রাম ছাড়বে রাত ৯ টা ৪৫ এ সিলেট আসবে ভোর ৫ঃ৪৫ এ (শ্রিমংগল থাকবে রাত ০৩ঃ৪৫ এ) ।
কালনি এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে- ভোর ০৬ টা ৫৫ তে ঢাকা আসবে দুপুর ০১ঃ০০ টায় ( শ্রিমংগল থাকবে সকাল ০৯ঃ০০ এ) ।
জয়েন্তিকা এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে- দুপুর ১২ টায় ঢাকা আসবে সন্ধ্যা ৭ঃ২৫ এ ( শ্রিমংগল থাকবেঃ দুপুর ০২ঃ০০ তে) ।
পারাবত এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে- দুপুর ০৩ টা ৩০ এ ঢাকা আসবে রাত ১০ঃ১৫ তে ( শ্রিমংগল থাকবে দুপুর ০৫ঃ৫০ এ) ।
উপবন এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে- রাত ১১ টা ৩০ এ ঢাকা আসবে ভোর ৫ঃ৪৫ এ ( শ্রিমংগল থাকবে দুপুর ০১ঃ৪০ এ) ।
পাহাড়ীকা এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে সকাল ১০ টা ৩০ এ চট্রগ্রাম আসবে সন্ধ্যা ০৬ঃ৫৫ তে (শ্রিমংগল থাকবে দুপুর ১২ঃ৫০ এ) ।
উদয়ন এক্সপ্রেসঃ সিলেট ছাড়বে রাত ১০ঃ০০ তে চট্রগ্রাম আসবে ভোর ৫ঃ৫০ এ (শ্রিমংগল থাকবে রাত ০৩ঃ৪৫ এ) ।